| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন রবিবার আফতাবনগর মাদরাসার চতুর্থ ‘আন্তর্জাতিক ফেকহী সেমিনার’


রবিবার আফতাবনগর মাদরাসার চতুর্থ ‘আন্তর্জাতিক ফেকহী সেমিনার’


রহমত নিউজ ডেস্ক     16 February, 2023     09:49 PM    


রাজধানীর আলজামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসার দারুল ইফতার উদ্যোগে চতুর্থ ‘আন্তর্জাতিক ফেকহী সেমিনার’-এর আয়োজন করা হয়েছে।

এবারের বিষয় নির্ধারণ করা হয়েছে- 
১. ড্রপ শিপিংয়ের শরঈ বিধান।
২. বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়ার শরঈ বিধান।

আগামী (১৯ ফেব্রুয়ারি) রবিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গনে এ সেমিনার শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও প্রধান মুফতী মুফতি মুহাম্মদ আলী।

সেমিনারে উপস্থিত থাকবেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতী রুহুল আমীন, শায়খ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতী মিজানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শায়খুল হাদিস মুফতী মানসুরুল হক, বাইতুল ঊলূম ঢালকানগরের মুহতামিম মুফতী জাফর আহমদ, জামিয়া আরাবিয়া ইমদাদুল ঊলূম ফরিদাবাদের মুফতী আবু সাঈদ, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রধান মুফতী মুফতী হিফযুর রহমান, আলজামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মূঈনু ইসলাম হাটহাজারীর মুফতী রাশেদুল ইসলাম, মুফতী আব্দুস সালাম, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার নায়েবে মুহতামিম মুফতী ইনআমুল হক, জামিয়া ইকরা বাংলাদেশের মুহতামিম মাওলানা আরীফ উদ্দীন মারুফ, জামিয়াতুল আসআদের মুহতামিম মুফতী হাফিজুদ্দীন, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের সদরে শুরু মুফতী মুহাম্মদ ইয়াহইয়া, জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস মুফতী মুহাম্মদ হারুন, জামিয়া আবুবকর রাদিয়াল্লাহু আনহুর মুহতামিম মুফতী বুরহান উদ্দীন রব্বানী, আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়ার মুহাদ্দিস মুফতী শফী কাসেমী, জামিয়া ইসলামিয়া বায়তুন নূরের মুহাদ্দিস মুফতী জহীরুল ইসলাম, আল জামিয়াতুল ইসলামিয়া মিফতাহুল উলুম বাড্ডার মুহাদ্দিস মুফতী আব্দুল মজিদ, জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরার প্রধান মুফতী ও সিনিয়র মুহাদ্দিস মুফতী হেমায়েতুল্লাহ, দারুল ফিকরি ওয়া ইরশাদের শিক্ষক মুফতী হেমায়েতুল ইসলাম, মুফতী মাহবুবুর রহমান, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহাদ্দিস মুফতী তাওহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ আশরাফিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী মুনীরুল ইসলাম, বাইতুল ঊলূম ঢালকানগরের মুহাদ্দিস মুফতী শাব্বির আহমাদ, জামিয়া রওজাতুল উলূম উত্তরার মুহাদ্দিস মুফতী মুঈনুল ইসলাম, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মুহাদ্দিস মুফতী আবু সাদিক, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সহকারী প্রধান মুফতী মুফতী আব্দুল্লাহ মাসুম, আলজামিয়াতুল ইসলামিয়া আযমিয়া দারুল উলূম বনশ্রীর মুহাদ্দিস মুফতী মাসুম বিল্লাহ, আফতাবনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা বশীরুল্লাহ, মুফতী ইমদাদুল্লাহ, তালিমুল ইসলাম রিসার্চ সেন্টারের পরিচালক মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, চৌধুরীপাড়া মাদরাসার মুহাদ্দিস মুফতী সফিউল্লাহ, টি এন্ড টি কলোনি জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতী মাসুম বিল্লাহ, মুফতী আব্দুল মালিক, আফতাবনগর মাদরাসার মুহাদ্দিস মুফতী আবু যর প্রমূখ।

যাতায়াত : রামপুরা ব্রীজ অথবা মেরাদিয়া বাজার নেমে আফতাবনগর মাদরাসা